‘ Omicron ‘ হল একটি পরিবর্তনশীল ভাইরাস । যে ভাইরাসের কারণ হল কভিড-১৯ । দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 26 শে নভেম্বর 2021 এ ঘোষিত করেছিল এই ভাইরাসটি সম্পর্কে । বৈজ্ঞানিক গণদের কাছেও কোন প্রমাণ নেই এই ভাইরাসটি সম্পর্কে যে এটি কতটা মারাত্মক।এটি কি আগেকার COVID-19 এর মত নাকি আরও মারাত্মক তারা তাঁদের কাছেও প্রমাণ নেই বলে জানা গেছে। আরো কিছুদিন সময় লাগবে এই ভাইরাসটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে তা বলেছেন বৈজ্ঞানিকগণ।
এই ওমিক্রন ভাইরাসটি ভারতবর্ষের বর্তমান। বর্তমানে দিল্লি, রাজস্থান ,মহারাষ্ট্র, গুজরাট এবং কর্ণাটকে পাওয়া যায়।
এখন পর্যন্ত জানা যায় যে এই ভাইরাসটি আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ হল-দুর্বলতা, ক্লান্তি অনুভব করা ,জ্বর হওয়া, গলা ব্যথা হওয়া। এই ভাইরাসটি অন্য ভাইরাসের মত ছড়াতে পারে বা নাও ছড়াতে পারে, সেটা এখনো জানা যায়নি।
ইন্ডিয়াতে অমিক্রণ ভাইরাসে এখন পর্যন্ত 21 জন আক্রান্ত হয়েছেন। পাঁচই ডিসেম্বর গুজরাট মহারাষ্ট্র দিল্লি এবং রাজস্থানে এই ভাইরাসের আক্রান্ত লোকজনকে সনাক্ত করা হয়।
অমিক্রণ ভাইরাস কি 38 টি দেশে সনাক্ত করা হয় তবে এখনো পর্যন্ত মৃত্যুর কোন ভয়াবহতা দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকায় এই ভাইরাসের আক্রমণ বেশি দেখা যায়।